একাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ের পরিচিতি প্রদান ক্লাস আগামী ১ জুলাই

আগামী ১ জুলাই ২০১৬ ইং তারিখে একাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ের নম্বর বন্টন, পাঠ পরিচিতি ও প্রস্তুতি সম্পর্কে পরিপূর্ণ ধারনা প্রদানের লক্ষ্যে আহসান ডিজিটাল ইংলিশ একডেমি একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে ফ্রী ওরিএনটেশন ক্লাস। উক্ত ক্লাস ২০১৬ সালে একাদশ শ্রেণীতে ভর্তি সকল শিক্ষাথীর জন্য উন্মুক্ত থাকবে।

আহসান ডিজিটাল ইংলিশ একাডেমী; ইংরেজি শিক্ষায় এক আধুনিক, সৃজনরশীল ও অন ন্য শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে আধুনিক ইংরেজি শিক্ষাকে সর্বাধিক কা র্যকর ও সহজ বোধ্য করার লক্ষ্যে প্রতিটি শ্রেণীর জন্য প্রতিটি শিক্ষাবর্ষে আয়োজন করা হ য় বিভিন্ন কর্মসুচি। সেই ধারাবাহিকতায় এবারই প্রথম আহসান ডিজিটাল ইংলিশ একাডেমী আয়োজন করেছে ফ্রী ওরিএনটেশন ক্লাস। আগামী ১ জুলাই ২০১৬ তারিখে সকাল ১০ একাডেমীর নিজস্ব শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হবে এই ক্লাস। উক্ত ক্লাস ২০১৬ সালে একাদশ শ্রেণীতে ভর্তি সকল শিক্ষাথীর জন্য উন্মুক্ত থাকবে। উল্লেখ্য, আহসান ডিজিটাল ইংলিশ একাডেমী শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে সর্বাধুনিক সুবিধা সমুহ যা শিক্ষার্থীর ইংরেজি শিক্ষাকে করেছে আনন্দদায়ক, মনোমুগ্ধকার ও কা র্যকরী । তাই প্রতি বছর ১০০ ভাগ ভাল ফলাফলের নিশ্চয়তা দেয় প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীর পাঠদানকে আনন্দদায়ক ও স্মুতিতে চিরস্থায়ীভাবে ধরে রাখার জন্য এখানে হোয়াইট বোর্ড ক্লাস সহ রয়েছে প্রজেক্টর ক্লাসের সুবিধা। প্রতিটি শিক্ষার্থীকে সুনিবিড় যত্নে গড়ে তোলায় আমাদের প্রধান লক্ষ্য।

আহসান ডিজিটাল ইংলিশ একাডেমী
(১০০ ভাগ ভাল ফলাফলের নিশ্চয়তা প্রদানের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। )

No comments:

Post a Comment